চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
চুয়াডাঙ্গা জেলার প্রশাসনের আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়ছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে
জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের দোয়া মধ্য দিয়ে দিবসটির পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, জনাব মোঃ নজরুল ইসলাম সরকার।
রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৮ অক্টোবর তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এবারই প্রথম ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে শেখ রাসেল এঁর জন্মদিন উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পুষ্পস্তবক অর্পণ শেষে আল্লাহ পাকের দরবারে দোয়া ও মোনাজাত করা হয়। শেখ রাসেল এঁর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক,চুয়াডাঙ্গা মহোদয়ের নেতৃত্বে কেক কাটা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শহীদ শেখ রাসেল এঁর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস – ২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ( ছেলুন), মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ জাহিদুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জাহাঙ্গীর আলম মালিক ( খোকন), মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা
এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও সরকারি, আধা-সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।