Home » জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন

কর্তৃক xVS2UqarHx07
724 ভিউজ

আজকের মেহেরপুর:

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯আগস্ট-২১) সকাল ১০টার সময় জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়-এর আয়োজনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নস্থ কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের নিকটস্থ মরাগাঙ খালের পাড়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মাননীয় প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ রাফিউল আলম, পুলিশ সুপার, মেহেরপুর। স্বাগত বক্তব্য রাখেন- জনাব মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্য কর্মকর্তা, মেহেরপুর। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক, বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মোহাম্মদ সোয়ায়েব খান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা নির্বাহী অফিসার, মেহেরপুর।

সামাজিক বনায়ন কর্মসূচির আওতায়- দুপুরের দিকে মেহেরপুর বন বিভাগের উদ্যোগে সদর উপজেলার কামদেবপুর গ্রামে সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামাজিক বনায়ন উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন। এবং মরাগাং নদীর দুই পাড়ে বৃক্ষরোপণ ও বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মরাগাং নদীর দুই পাড়ে বৃক্ষরোপণ করেন এবং ১১ জন উপকারভোগী, জমির মালিক এবং ইউনিয়ন পরিষদের মধ্যে ৪ লক্ষ ৩৩ হাজার ৭০০ টাকার চেক বিতরণ করেন। এসময় ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাফরুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুবলীগ নেতা সেলিম রেজা প্রমুখ। সেখানে উপস্থিত ছিলেন।

মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মারগাং নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মধ্যে ক্রেস্ট প্রদান এর মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্যজীবী প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমূখ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মরাগাং নদীতে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন