আজকের মেহেরপুর ডেক্স:
জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে এ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। পৌরমেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে সকালে পৌরসভা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।র্যালীতে অন্যদের মধ্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার মেহেদী হাসান, কাউন্সিলর নুরুল নুরুল আশরাফ রাজিব,আলপনা খাতুন, শিউলি আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মহাসিন আলী প্রমূখ উপস্থিত ছিলেন।