ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:
ঠাকুরগাঁওয়ের দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ধারে এনামুল হক (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা নারগুণ ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরির বন্দর আন্ধারমুয়া হাগুড়াপাড়া গ্রামের আতিবুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থলের পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গেলে মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সুপার আরো জানান, এটি একটি হত্যাকাণ্ড। এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।