ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:
সোমবার রাত দেড় টায় পীরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে গ্রেফতার করেছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা (ওসি তদন্ত) খাইরুল আনাম এর নেতৃত্বে এসআই স্বপন কুমার রায় ও সঙ্গীয় ফোর্স পৌর এলাকার মিত্রবাটি পুকুর পার নামক স্থানে অভিযান চালিয়ে এলাকার মাসুদ রানা (৪২) পিতা তসলিম উদ্দিন, মোঃ বাবু (৩৫), পিতা-মৃত ফয়েজ উদ্দিন আব্দুল মজিদ (৫০), পিতা-মৃত ইসলাম হোসেন, রবিউল ইসলাম (৩২) পিতা সিরাজের ইসলাম মোঃ সানি (৪০) পিতা কফিল উদ্দিন উভয় সাং মিত্র বাটি গ্রেফতার করে সোমবার জেল হাজতে পাঠিয়েছেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত খাইরুল আনাম জানান আসেন, আমরা সামাজিকভাবে জুয়া-মাদক প্রতিরোধ করি। অভিভাবক, সমাজের নেতৃস্থানীয় যারা এবং সচেতন নাগরিকগণ এক হয়ে সমাজ থেকে জুয়া-মাদককে রুখে দেই। জুয়া খেলারত অবস্থায় পেলে তাদের আটকে রেখে আমাদেরকে জানান। আমরা আইনগত ব্যবস্থা নেব।