Home » ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত এক, আহত পাঁচ

ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষ, গুলিতে নিহত এক, আহত পাঁচ

কর্তৃক xVS2UqarHx07
182 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথী :

ঠাকুরগাঁওয়ে নির্বাচনের ফলাফল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রবিবার (২৬ ডিসেম্বর) সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আসাননগর কাদেরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম মো. হামিদুল ইসলাম (৬৫)। তিনি রাজাগাঁও ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত তছিরউদ্দীনের ছেলে। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ওই ভোট কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে লোকজন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। আর আহত হয় পাঁচজন।

এ বিষয়ে ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বলেন, ঘটনাস্থলে একজন মারা গেছে। প্রশাসন সেখানে গিয়েছে

০ মন্তব্য

You may also like

মতামত দিন