Home » ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় ও পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় ও পরিদর্শন

কর্তৃক xVS2UqarHx07
97 ভিউজ

ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথীঃ

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সাথে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার আগে তিনি সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা শাপলা ম্যাধমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষার্থীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে বৃক্ষ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা চেয়ারম্যান ও আকচা ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিগন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহামেদ, এনএসআইয়ের জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির, জেলা আওমীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আওমীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সমস্যা সমাধানকল্পে গুরুত্বপুর্ন নানা বিষয়ে আলোচনা করা হয়।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে রংপুর বিভাগীয় কমিশনারকে একটি শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

মতবিনিময় শেষে তিনি সদর উপজেলার হরিজন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষ রোপণ করে হরিজন সম্প্রদায়ের মানুষজনের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। জেলা প্রশাসক মহোদয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে তাদের পাশে থাকার জন্য বলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন