নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ।চিকিৎসার জন্য আসা রোগীদের হয়রানি ও দালালি করার অভিযোগে দালালচক্রের ০৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তরা হলো মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন, গোভীপুর গ্রামের এনামুল হকের ছেলে সাব্বির হোসেন, উজলপুর গ্রামের মৃত জসিমের স্ত্রী মেরিনা বেগম, চক্রপাড়া এলাকার মৃত গোলাম রসুলের ছেলে সানোয়ার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সকল ধরনের চিকিৎসার সুব্যবস্থা থাকলেও এসমস্ত দালালরা রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে তাদের নিজ নিজ ল্যাবে গিয়ে পরীক্ষা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমন খবরের ভিত্তিতে মেহেরপুর ডিবি ওসি জুলফিকার আলীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু, এসআই সুলতান মাহমুদ এএসআই মো: হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এসময় দঃ বিঃ ১৮১৬ সালের ২৯১ ধারায় সানোয়ার হোসেন কে ৫শ, মেরিনা বেগম কে ৫শ, সোহাগ হোসেন কে ১ হাজার ও সাব্বির হোসেন কে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।