Home » তাহিরপুরে ভোট না দেয়ায় গ্রাম ছাড়া মুক্তিযোদ্ধা পরিবার

তাহিরপুরে ভোট না দেয়ায় গ্রাম ছাড়া মুক্তিযোদ্ধা পরিবার

কর্তৃক xVS2UqarHx07
153 ভিউজ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জ তাহিরপুরে ইউপি সদস্য প্রার্থীকে ভোট না দেয়ার অভিযোগে ভোটারের বাড়িঘর কুপিয়ে ক্ষতবিক্ষত ও ভাঙচুর করেছে পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থকরা।

বুধবার (৯ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিলফর আলীর ছেলে দুলাল মিয়ার বসতবাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শুক্রবারে বীর মুক্তিযোদ্ধার ছেলে দুলাল মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পরাজিত ইউপি সদস্য প্রার্থী তৌফিকুল ইসলামের সমর্থক জিয়া রহমান, রুকেল মিয়া, জাহাঙ্গীর ও আলমগীর গংদের হাতে থাকা দা দিয়ে বসত ঘরের টিন কুপিয়ে তছনছ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের দুলাল মিয়া গংদের গ্রাম ছাড়ার হুমকি দেয়।

নিশ্চিন্তপুর গ্রামের আল আমিন ও মনাফ মিয়া জানান, থানায় অভিযোগ দায়েরের পর পরাজিত ইউপি সদস্য তৌফিকুল ইসলাম ও তার সমর্থকরা আরও ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের গ্রাম ছাড়ার হুমকি দিয়ে বেড়াচ্ছেন।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দুলাল মিয়া বলেন, শুক্রবার রাতে তারা নিজ বাড়ী ছেড়ে পার্শ্ববর্তী গ্রাম মুরাদ নগরে স্বজনদের বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন।

তাহিরপুর থানায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন