Home » তাহিরপুরে ৫শ’৫০ জন কৃষক কৃষানীকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

তাহিরপুরে ৫শ’৫০ জন কৃষক কৃষানীকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
700 ভিউজ

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে কৃষি প্রণোদনার আওতায় ৫শ’৫০ জন কৃষক কৃষানীকে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।২০২২-২৩ মৌসুমে আপদকালীন কৃষি পূনর্বাসন কর্মসূচীর আওতায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা। উপজেলার বাদাঘাট,উত্তর বড়দল,বালিজুড়ি,বড়দল দক্ষিণ ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বমোট ৫শ’৫০জন জন কৃষক/কৃষাণীদের প্রণোদনা হিসাবে ৫ কেজি করে বীজ ধান,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রতিজন কৃষককে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি আলম জিলানী সুহেল,ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বড়দল দক্ষিণ ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন