দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম:
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায়
দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ আহমেদ আলী বিশ্বাস, সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে
দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন উজলপুর গ্রামের বাবু মিয়া (৩২) পিতা -হযরত আলীর আম বাগানের ভিতর হতে আজ রবিবার (২৬) ডিসেম্বর জুয়া খেলার সময় ১৩০০ (তেরশত) টাকা সহ জুয়া খেলার সামগ্রী (৩০ পিচ তাস,ও ০১ টি চট) উদ্ধার করেন পুলিশ। দক্ষিন চাঁদপুর ষ্টেশনপাড়ার রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৫)। দক্ষিন চাঁদপুর (মাঝেরপাড়ার)
মৃত এরশাদ মন্ডল ছেলে নাজিম উদ্দীন।
উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন এবং উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে।