Home » দামুড়হুদার ওসির মধ্যস্থতায় রুমাইয়া খাতুন ফিরে পেলো সংসার

দামুড়হুদার ওসির মধ্যস্থতায় রুমাইয়া খাতুন ফিরে পেলো সংসার

কর্তৃক xVS2UqarHx07
165 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া শেখ পাড়া গ্রামের মোঃ ইয়াদুল খাঁন (৩৬), পিং-মৃত নুর মোহাম্মদ (গোপাল খাঁ) মোছাঃ রুমাইয়া খাতুন (২৮), পিং-মৃত গোলাম কুদ্দুস শেখ, সাং-বাগুয়ান, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর এর দীর্ঘ

০৭ (সাত) বছরের সংসার গত ০৬ (ছয়) মাস পূর্বে ভেঙ্গে যায়। মোঃ ইয়াদুল খাঁন ও তার পরিবারের লোকজন মোছাঃ রুমাইয়া খাতুনের কোন খোঁজ খবর নেয় না।
রুমাইয়া খাতুন বিভিন্ন জায়গায় তার সমস্যার সমাধান চেয়ে যোগাযোগ করেও কোন সমাধান না পেয়ে। অবশেষে সংসার ফিরে পাওয়ার জন্য।

দামুড়হুদা মডেল থানার ওসির নিকট আসেন। উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কার্যালয়ে অবস্থিত নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে সংসার জোরা লাগালেন আর শিশু সন্তান খুজে পেল তাদের সঠিক আশ্রয়স্থল।

তাহাদের দুইটি কন্যা সন্তান আছে মোছাঃ ইসরাত জাহান (০৫), মোছাঃ আফরিন জাহান (১ বছর ৬ মাস) কোথায় গিয়ে দাঁড়াবে বা কার কাছে আশ্রয় মিলবে এরকম একটি হৃদয়স্পর্শী স্বামী-স্ত্রীর বিচ্ছেদের ঘটনায়।

দামুড়হুদা মডেল থানার
অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ তাৎক্ষনিক আইন গত ব্যবস্থা গ্রহণ ও নিদের্শ প্রদান করেন। পুনরায় তাহাদের একত্রে সংসার করার লক্ষে এসআই রাজু আহমেদকে উভয় পক্ষের মধ্যে পুনরায় সম্পর্ক স্থাপন করিয়া মিমাংসা করেন।

সমবার (২৭) সেপ্টেম্বর মোঃ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানার দিক নির্দেশনায় ও চেষ্টায়
এবং এসআই রাজু আহমেদ এর হস্তক্ষেপে
মোছাঃ রুমাইয়া খাতুন ফিরে পেল তার সুখের সংসার ও উভয়ই ফিরে পেল তাহাদের পূর্বের সংসার।মোছাঃ ইসরাত জাহান মোছাঃ আফরিন জাহান ফিরে পেল পিতৃ স্নেহ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন