দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর ঈদগা মাঠ এলাকা থেকে ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের ৪ টি স্বর্ণের বার পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬বিজিবি।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় (দুই কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার টাকা।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মাহাম্মদ খালেকুজ্জামান, পিবিজিএম, পিএসসি আজ সন্ধায় এক প্রেসবিজ্ঞতিতে জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে তিনি জানতে পারেন একটি স্বর্ণের বড় চালান পাচার হবে।
এমন সংবাদের ভিত্তিত্বে তার তত্ত্বাবধানে বারাদী বিওপির নায়েক জুলহাস উদ্দিন, পিবিজি এম সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টহল দল দর্শনা সীমান্তের মেইন পিলার ৭৮ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।এসময় রামনগর ঈদগাহ মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের ৪ টি বড় স্বর্ণের বার উদ্ধার করে।যার আনুমানিক মূল্য দুই কোটি সাতান্ন লক্ষ বিশ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।