Home » দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী।

কর্তৃক xVS2UqarHx07
30 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। দীর্ঘ পাঁচ বছর পর, তিনি আবার তার প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আজহারী তার ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি।’

তিনি আরও উল্লেখ করেছেন, আগামীকাল কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবেন। এই আয়োজনটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম হিসেবে আয়োজন করা হয়েছে।প্রখ্যাত এই বক্তা জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি বিভাগীয় সফর শুরু করবেন ইনশাআল্লাহ। তার পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন,দেশের মানুষ তার এ প্রত্যাবর্তনে অত্যন্ত আনন্দিত, তাকে ঘিরে নতুন করে আশা দেখছে। মাওলানা মিজানুর রহমান আজাহারীর এই সফর দেশের ইসলামিক দাওয়াহ ও তাফসির চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তার ভক্ত ও অনুসারীরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন