নিজস্ব প্রতিবেদক:
মৌমাচাকে আঘাত হানতেই প্রতিশোধ নিলো মৌমাছির দল। নিজের বাসা রক্ষা করতেই ঝাঁক ধরে কামড় দিয়ে আহত করলো হামলাকারী মুন্না হোসেনকে (২৪)। মুন্না পেশায় একজন রাজমিস্ত্রি। সে ওই সময় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গেছিলেন।
আহত মুন্না গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের গোরস্থানপাড়া এলাকার ইয়ারুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালের দিকে সাহারবাটি গ্রামের খালের ধারের মাঠে এ ঘটনা ঘটে।
অগনিত মৌমাছির কামড়ে মুন্না অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নিয়ে আসেন।
মুন্না জানান, ঘাস কাটতে গিয়ে একটি মৌচাক দেখে সেখানে ডাল দিয়ে বাড়ি দিতেই শত শত মৌমাছি এসে আমাকে আক্রান্ত করে। আমার সারা শরীরের বিভিন্ন স্থানে অগনিত মৌমাছি কামড় দেই। তারা তাদের বাসা রক্ষা করতেই আমাকে এভাবে কামড় দেই তারা।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বলেন, তাকে অনেক মৌমাছিতে এক সাথে কামড় দেওয়ায় অসুস্থ হয়ে গেছে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশংকার কিছু নেই। দু একদিনেই সুস্থ হয়ে উঠবে।