ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি সুমনা সাথী:
নিজেই ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সে মোতাবেক গত পাঁচ বছর ধরে মাঠ সাজিয়েছেন তিনি।সাধ্যমতো চেষ্টা করেছেন ইউনিয়নবাসির সেবা করার।ফলস্বরূপ ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ’লীগের সভাপতি। তৃণমুল আ’লীগ তাকে ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। তার নাম উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ মনোনয়নের জন্য অযোগ্য ঘোষণা করেন।কারণ তিনি গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করেছিলেন। তবে আফসোস নেই সেই আ’লীগ নেতার।দলের উর্ধতন নেতৃবৃন্দের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এখন জনগণের দ্বারে দ্বারে ভোট ও দোয়া চেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের।আর নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দিন-রাত শ্রম দিয়ে যাওয়া সেই আ’লীগ নেতার নাম জীবন কুমার ঘোষ। তিনি বর্তমানে শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আগামী ২৬ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নসহ সদর উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন এ নেতা। সকাল ১০টা থেকে শুরু করে গভীর রাত অব্দি গণসংযোগ, কর্মী সমাবেশ ও খুলি বৈঠক করে নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিতে কাজ করে চলেছেন তিনি।
কথা হয় ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সত্যেন চন্দ্র রায়ের সাথে। তিনি বলেন জীবন বাবু খুবই ভালো মানুষ, তিনি নৌকা পেলে আমরা খুবই খুশি হতাম। যা হোক নেত্রী যেহেতু আনিছুরকে নৌকা দিয়েছেন, আমরা সকলে নৌকাতেই ভোট দিবো।
একই সুরে কথা বলেন ২ নং ওয়ার্ডের ভূপেন্দ্র নাথ ও ৩ নং ওয়ার্ডে দিনেশ মাস্টার। ৪নং ওয়ার্ডের বাসিন্দা নুরু মেম্বার জানান, এ ইউনিয়ন আ’লীগের ঘাটি।দলীয় কোন্দলের কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়।তবে এবার যেহেতু নৌকার বিদ্রোহী প্রার্থী নাই, আশা করা যায় এবার নৌকা বিপুল ভোটে বিজয় লাভ করবে।
এ বিষয়ে শুখানপুকুরী ইউনিয়ন আ’লীগের সভাপতি জীবন কুমার ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নেত্রী যাকে বিবেচিত মনে করেছেন তার হাতেই নৌকা তুলে দিয়েছেন। এখন নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ইউনিয়ন আ’লীগ একত্রে কাজ করছি।আশা করি নৌকা এবার বিপুল ভোটে জয় লাভ করতে।
শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী মো: আনিছুর রহমান জানান, এবার আমরা সকলে একত্রিত হয়ে ভোট করছি।আমার বিশ্বাস এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইউনিয়নবাসি এবারও নৌকায় ভোট দিবে।