Home » পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দামুড়হুদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দামুড়হুদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
196 ভিউজ

দামুড়হুদা চুয়াডাঙ্গা থেকে জাহাঙ্গীর আলম মানিক:

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দামুড়হুদায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ (২৩) ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দামুড়হুদার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ফেরদৈস ওয়াহিদের সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, দামুড়হুদা সার্কেল মুন্না বিশ্বাস। বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

দামুড়হুদা মডেল থানার আয়োজনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন,দামুড়হুদা সদর ইউপির নবাগত চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হযরত আলি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী,মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দীন, ওসি অপারেশন আব্দুল্লা আল মামুন,হাউলি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন।অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন