Home » প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
137 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিস প্রাঙ্গণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন পিএএমএস, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।মেহেরপুর সদর উপজেলা আমসার কর্মকর্তা মোঃ ইসরাফীল হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন দলনেতা জামিরুল ইসলাম, দলনেত্রী মৌসুমি খাতুন। পরে আনসার-ভিডিপিতে বিশেষ অবদান রাখায় ৯ জনকে সাইকেল, ৪ জনকে সেলাই মেশিন,২০ জনকে ছাতা প্রদান করার পাশাপাশি ১৫০ জনকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন