আমঝুপি অফিস:
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার দুই দিনের সফরে মেহেরপুর পৌঁছেছেন। শুক্রবার বিকালের দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা প্রশাসক সিফাত এবং পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সার্কিট হাউজে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মনির হায়দারের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।