Home » প্রধানমন্ত্রীর জন্মদিনে কুমারখালীতে ২১ হাজার গণটিকা প্রদান

প্রধানমন্ত্রীর জন্মদিনে কুমারখালীতে ২১ হাজার গণটিকা প্রদান

কর্তৃক xVS2UqarHx07
237 ভিউজ

কুমারখালী প্রতিনিধি এম এ শাহিন হোসেন:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দেয়া হচ্ছে ২১ হাজার করোনার গণটিকা। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ মোট ২০ টি কেন্দ্রে করোনার এই টিকা দেয়া হয়।

পৌরসভার বিভিন্ন টিকাদান কেন্দ্রে তেমন ভীড় না থাকলেও ইউনিয়ন পর্যায়ে দেখা গেছে মানুষের উপচে পরা ভীড়। কুমারখালীর ১১ টি ইউনিয়নে ১৬ হাজার ৫ শত গণটিকা কার্যক্রমের একেকটি কেন্দ্রে ১ হাজার ৫ শত টিকা গ্রহণকারীর স্থলে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। উপজেলার নন্দলালপুর ইউনিয়নের একটি কেন্দ্রে পরিবেশ স্বাভাবিক রাখতে থানা পুলিশ ব্যাপক তৎপরতা ছিল। অপরদিকে জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্র হিসাবে টিন শেডের দুটি কক্ষ ব্যবহার করার কথা থাকলেও বিদ্যালয়ের তিনতলা ভবনের নীচতলা ব্যবহার করায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভীড় ঠেলে শ্রেণী কক্ষে আসতে না পেরে অনেকেই বাড়ি ফিরে গেছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম খান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন