Home » ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা, ১০ দিনে ৬৪ জেলায় জনসভা করবে দলটি।।

ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা, ১০ দিনে ৬৪ জেলায় জনসভা করবে দলটি।।

কর্তৃক xVS2UqarHx07
12 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা, ১০ দিনে ৬৪ জেলায় জনসভা করবে দলটি।

 

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন।

 

 

রিজভী জানান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা।

 

রিজভী আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে যা জাতির জন্য মঙ্গলজনক নয়। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করার দাবিও জানান বিএনপির এই সিনিয়র নেতা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন