Home » বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
27 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলাম।

কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন, রাহাতন নেছা, সামসুন নাহার, কাজল রেখা,লিপিকা দে,উম্মে হানি চায়না,আওলিয়া খাতুন প্রমুখ।

 

পরে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতাশ মেহেরপুর জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কাজল রেখা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আউলিয়া খাতুন। সফল জননী নারী রাহাতন নেছা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শামসুন্নাহার। এবং সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী উম্মে হানি চায়না। এবং সদর উপজেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কাজল রেখা।

 

 

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী লিপিকা দে। এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উম্মে হানিফা চাশনাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়

০ মন্তব্য

You may also like

মতামত দিন