নিজস্ব প্রতিবেদক:
বেশি মূল্যে সার বিক্রি করার অভিযোগে মেহেরপুরে সার ব্যবসায়ী আব্দুল আওয়াল কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ব্যবসায় আতাউল এর নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এর সামনে আব্দুল আউয়ালের সারের দোকানে অভিযান চালান। এ সময় বেশি দামে সার বিক্রি করার প্রমাণ পাওয়ায় ন্যাশনাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল আউয়াল এর নিকট থেকে ২০০৯ এর ৪০ ও ৫১ ধারাই ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তার দোকান থেকে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ জিপসন পাউডার উদ্ধার করা হয় এবং সেগুলো বিনষ্ট করা হয়।অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।