Home » ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর কুটুক্তি মন্তব্যের প্রতিবাদে কালাচাঁদপুরে মানববন্ধন

ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর কুটুক্তি মন্তব্যের প্রতিবাদে কালাচাঁদপুরে মানববন্ধন

কর্তৃক ajkermeherpur
339 ভিউজ

“ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর কুটুক্তি মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন”

এম. সোহেল রানা; মেহেরপুর।। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসিন দল বিজেপির মুখপাত্র নুপুর শার্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দল এর অবমাননাকর অশ্লীল মন্তব্য ও কুটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৮জুন-২২ইং) বাদ আছর মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর জামে মসজিদের আয়োজনে- মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসিন দল বিজেপির মুখপাত্র নুপুর শার্মা ও দিল্লী শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দল এর অবমাননাকর অশ্লীল মন্তব্য ও কুটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালাচাঁদপুর জামে মসজিদের পেশ ইমান মুফতি মোহাম্মদ হুসাইন আহমেদের সঞ্চালনায়- কোরআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী মুহাঃ মাসউদুর রহমান।
বক্তব্য রাখেন- মোঃ আয়ুব আলী সভাপতি কালাচাঁদপুর জামে মসজিদ, মোঃ আঃ রহিম সদ্য নির্বাচিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর মেহেরপুর পৌরসভা। মেহেরপুর সদর থানা জামে মসজিদের খতিব ও ইমাম, মুফতি আব্দুল্লাহ আল মামুন, ২নং ওয়ার্ড জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা হাসানুজ্জামান প্রমুখ।
ভারতে রাসূল (সাঃ)কে অবমাননাকর অশ্লীল কুটুক্তি মন্তব্যের প্রতিবাদ মানববন্ধনে গ্রামের বিভিন্ন পেশাজীবির শতশত মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন