আজকের মেহেরপুর ডেস্ক:
ভুল ক্রমে বিকাশের অন্য নাম্বারে টাকা চলে যাওয়ার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুরের উদ্যোগে সেই টাকা উদ্ধার করে ৫ হাজার ১শ টাকা তার প্রকৃত মালিককের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম বিকাশের ভুল নম্বরে যাওয়া উদ্ধারকৃত টাকা তার মালিক মোঃ আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করেন। আলমগীর হোসেন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে গত ২২ ডিসেম্বর আলমগীর হোসেন বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য নাম্বারে সেই টাকা চলে যায়। পরে অনেক চেষ্টা করেও ওই নাম্বারে যোগাযোগ করতে পারছিলেন না। ৫ হাজার ১ শ টাকা পেয়ে বিকাশ নাম্বারের মালিক মোবাইল ফোন বন্ধ করে রাখেন। বিষয়টি পরে মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম অবহিত করার পর পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সা্ইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাম্বারটি সনাক্ত করেন এবং হবিগঞ্জ জেলা সদর থেকে উক্ত টাকা ফেরত আনতে সক্ষম হন।
পরে পুলিশ সুপারের কক্ষে টাকার প্রকৃত মালিককে উদ্ধারকৃত ৫ হাজার ১০০ টাকা মোঃ আলমগীর হোসেনের নিকট হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। টাকা পেয়ে আলমগীর হোসেন মেহেরপুর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।