নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ হোসেন, নুরুল ইসলাম প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।