Home » মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

কর্তৃক xVS2UqarHx07
155 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে বিজয় শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রাটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর স্টেডিয়াম এ গিয়ে শেষ হয়। বিজয় শোভাযাত্রার অগ্রভাগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ছাত্রীদের সমন্বয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী লেখা শোভাযাত্রার আকর্ষণ বৃদ্ধি করে।

বিজয় শোভাযাত্রায় অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাকিবুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর থানার ওসি শাহা দারা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীগণ ছাড়াও মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক হাজার মানুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন