নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান সর্বপ্রথম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর জেলা বাসীর পক্ষ পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধা ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান,সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পক্ষে সুপার ডাঃ জমির মোঃ হাসিবুর রহমান,ছহিউদ্দীন ডিগ্রি কলেজের পক্ষ অধ্যক্ষ একরামুল আজিম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ, সামাজিক বন বিভাগের পক্ষে জাফরুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষে পরিদর্শক আব্দুল মান্নান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে উপ-সহকারী পরিচালক নজমুজ্জামা,মেহেরপুর জেলা বিএমএ-এর পক্ষে বিএমএর সভাপতি ডক্টর আবু তাহের সিদ্দিকী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম জাহিদ হোসেন ,জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষে উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পুষ্প মাল্য অর্পণ করেন।
এছাড়াও মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার, পল্লী বিদ্যুৎ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সমবায় অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, কৃষি ব্যাংক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,জেলা আনসার ভিডিপি, মেহেরপুর জেলা কৃষকলীগেরসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি দফতরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সেখানে দোয়া করা হয়।এদিকে শহীদ স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করার পরপরই জেলা প্রশাসক পুলিশ সুপার মেহেরপুর জেলা পরিষদের স্মৃতিসৌধ এবং মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতিসৌধ পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।