Home » মহেশপুরে করোনা সংক্রমন (কোভিড-১৯)টিকা’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহেশপুরে করোনা সংক্রমন (কোভিড-১৯)টিকা’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক ajkermeherpur
245 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত কোভিড-১৯ টিকা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) আনিসুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুস সাত্তার, কৃষি কর্মকর্তা হাসান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন প্রমুখ। এছাড়া সিনিয়র সাংবাদিক শেখ এনামুল হক দুলু, উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী সহ ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারী সারা দেশে কারোনাভাইরাসের যে ডোজ দেওয়া হবে তার দিক নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন