Home » মহেশপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২

মহেশপুরে নির্বাচনী সহিংসতায় আহত ২

কর্তৃক xVS2UqarHx07
189 ভিউজ

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সামনে অতর্কিত হামলা চালিয়ে ২ জনকে আহত করেছে। মোঃ মাহাবুব রহমান বুদোর ফুটবল মার্কার সমর্থকরা।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়,১১ইং নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মোঃফসিয়ার রহমানের মোরগ মার্কার সমর্থক মোঃসোহাগ ও মোঃআব্দুল্লাহ কে মোঃমাহাবুব রহমান বুদোর ফুটবল মার্কায় ভোট না দেওয়ার কারনে। মোঃ মাহাবুব রহমান বুদোর হুকুমে তার ভাই সাইদুর রহমান তার ছেলে রবিন একই গ্ৰামে মোঃ রাশেদুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ নূর আলম ,শফিকুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ আরাফাত, মোঃ আশরাফুল, মোঃওয়েদরা ধারালো রামদা,হাসুয়া, বাঁশের চটা ও লোহার রড দিয়ে এলোপাথাড়ীভাবে মারমিট করে মোঃসোহাগ ও মোঃআব্দুল্লাহ গুরুতরভাবে আহত হয়।

মোঃআব্দুল্লার বাবা মোঃশরিফুল ইসলাম জানায়, আমরা দুই ছেলেকে এলোপাথাড়ীভাবে মারমিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে প্রানাশের হুমকি দিয়ে চলে যায়, স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আমার দুই ছেলে কে , ১৪ইং নভেম্বর রবিবার সন্ধ্যায় আমার ছোট ছেলে সোহাগের অবস্থা অবনতি হলে ডাক্তার তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।আমি এই ঘটনা মহেশপুর থানার একটি লিখিত মামলা দিয়েছি রেকর্ড হয়েছে কী বলতে পারবো না।

০ মন্তব্য

You may also like

মতামত দিন