নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়েই পুলিশের সেবাকে মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং’র আওতায় মুজিবনগর থানার বাগোয়ান ইউনিয়ন ৪নং বিট পুলিশিং কার্যালয়ে বিট পুলিশিং ও উঠান বৈঠকের আয়োজন করে জেলা পুলিশ।
সোমবার বিকেলে বাগোয়ান ইউনিয়ন ৪নং বিট পুলিশিং কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। বাগোয়ান ইউনিয়নে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং সহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিবারণ কল্পে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত।
আলোচনায় বক্তারা বলেন, বিট পুলিশিং ও উঠান বৈঠকের মাধ্যমে পুলিশ স্থানীয় এলাকার বাসিন্দাদের সুখ-দুঃখের সঙ্গী হবে। নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।