নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে সোহেল রানা নামের এক যুবকের বিষপান করে আত্মহত্যার চেষ্টা । বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে সোহেল রানা তার শ্বশুর বাড়ি গিয়ে বিশ পান করে।
সোহেল রানা মুজিবনগর উপজেলা গৌরী নগর গ্রামের আসাদুল বিশ্বাসের ছেলে। জানা গেছে পারিবারিক কলহের জের ধরে দুপুরের দিকে সোহেল রানা আনন্দবাস গ্রামে শশুর বাড়ি গিয়ে বিষ পান করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক সোহেল রানাকে মেহেরপুর-২৫৯ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়।