Home » মুজিবনগর উপজেলায় দুর্ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন

মুজিবনগর উপজেলায় দুর্ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন

কর্তৃক xVS2UqarHx07
207 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর-মুজিবনগর সড়কে এক পথদুর্ঘটনায় আরিফা খাতুন, রিজন ও সজীব নামের তিন ব্যক্তি আহত হয়েছে। তাদেরকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আরিফা খাতুন মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের আসাদুল্লাহ স্ত্রী, রিজন গোপালনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং সজীব একই গ্রামের মসলেম আলীর ছেলে।

জানা গেছে রিজন ও সজীব মোটরসাইকেল যোগে মুজিবনগর থেকে গোপালনগরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে আরিফা খাতুন রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আরিফের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন