আজকের মেহেরপুর ডেস্ক:
মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মিম খাতুন (১৫) নামের স্কুল ছাত্রী পরিবারের উপর অভিমান করে গলায় উড়না দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় নিজ বাড়ীতে আড়ার সাথে গলায় উড়না জড়িয়ে সে আত্মহত্যা করে। সে ওই গ্রামের মিজার আলীর মেয়ে। মিম খাতুন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
স্থানীয় মোনাখালী ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সূত্রে জানা যায়- মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। এবিষয়ে থানায় ওই পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্য মামলা হয়েছে বলে জানান মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল।