আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম ইন্তেকাল করেছেন, (ইন্না—- রাজিউন)। শনিবার দুপুরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনারুল ইসলাম ইন্তেকাল করেন। প্রধান শিক্ষক মিনারুল ইসলামের স্ত্রী,১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
জানা গেছে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত তিন দিন পূর্বে তার অবস্থার অবনতি ঘটলে কলকাতায় নেওয়া হয়। সেখানে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।