নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় আল-আমিন নামের ব্যক্তি আহত হয়েছেন। আহত আল-আমিন শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব রক্ষক।
সােমবার দুপুর ১২ টার দিকে মুজিবনগর-মেহেরপুর সড়কের কেদারগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান,আল-আমিন এবং শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম কেদারগঞ্জ বাজারে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামি একটি মােটরসাইকেল তাদের ধাক্কা দেয়। ওই ধাক্কায় প্রধান শিক্ষক আব্দুস সালাম অক্ষত থাকলেও আল-আমিন গুরুতর ভাবে আহত হয়। এদিকে,ধাক্কা দেয় মােটরসাইকেল আরােহী তার মােটরসাইকেল ফেলে সটকে পড়েন। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মেহেরপুর নিউজকে বলেন,দুর্ঘটনা কবলিত মােটরসাইকেলটি জব্দ করা হয়েছে।