Home » মুজিবনগর কমপ্লেক্স ঘুরে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবক আহত

মুজিবনগর কমপ্লেক্স ঘুরে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবক আহত

কর্তৃক xVS2UqarHx07
145 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর কমপ্লেক্স ঘুরে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার তিন যুবক। আহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন চিৎলা গ্রামের বাসিন্দা। পাঁচ থেকে ছয়টি মোটরসাইকেল যোগে মুজিবনগর কমপ্লেক্সে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে আসে।

বাড়ি ফেরার পথে কেদারগঞ্জ বাজারের অদূরে গোপালনগর যাত্রী ছাউনির সামনে একই দিক থেকে যাওয়া মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আশরাফুল নামক এক ব্যক্তির মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে এপাচি 4v, 160 সিসির মোটর বাইকে থাকা বাঁধন, হাসমত উল্লাহ, সাগর মারাত্মকভাবে আহত হয় অপরদিকে আশরাফুলের কন্যা সিনহা(৬) আহত হয় এদের মধ্যে সাগর(১৮) প্রচন্ড আঘাত পাওয়ায় তার মাথা পা এবং শরীরের অন্যান্য স্থান মারাত্মকভাবে জখম হয়।

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর সদর হাসপাতালে রেফার্ড করেন ।

এই ঘটনার প্রেক্ষিতে গোপালনগর যাত্রী ছাউনির সামনে থাকা স্থানীয় জনগণ মোটরসাইকেলটি জব্দ করে। পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন