Home » মুজিবনগর ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিবনগর ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
121 ভিউজ

নিজস্ব প্রতিবেদক;

মুজিব শতবর্ষ কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই ঘোষণা কে বাস্তবায়িত করার লক্ষ্যে,
মুজিবনগর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবার খুঁজে তাদেরকে ভূমি এবং গৃহ প্রদানের মাধ্যমে, মুজিবনগর উপজেলা কে ২০২২ সালের জুন, জুলাই এর মধ্যে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় মুজিবনগর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন , উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম মাহবুব আলম রবি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার ৪ ইউনিয়নের ওয়ার্ড সদস্য সদস্যাবৃন্দ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার আলোচনা সভায় উপস্থিত সকলকে বলেন আগামী ১৪ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারের আবেদন গ্রহণ করা হবে। সরকারি পরিপত্র অনুযায়ী সঠিক তদন্তের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই পূর্বক তাদেরকে গৃহ ও ভূমি প্রদান করা হবে। গৃহহীন ভূমিহীন পরিবার বাছাইয়ের জন্য তিনি জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা বিশিষ্ট জনদের কাছে সহযোগিতা কামনা করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন