আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর-মুজিবনগর সড়কের কেদারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ উজ্জ্বল হোসেন নামের এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত উজ্জ্বল মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাঝের পাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
জানা গেছে ঘটনার সময় উজ্জল হোসেন মোটরসাইকেল যোগে মুজিবনগর যাওয়ার পথে কেদারগঞ্জ বাজার এলাকার মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেল চালক উজ্জল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে যায। এতে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মেহেরপুরে ভর্তি করে।