আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের নবনির্বাচিত কমিটির বরন এবং সাবেক কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ বিদায় বরণ অনুষ্ঠিত হয়।মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসানের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিদায়ী সদস্য রবিউল আউয়াল, জামাল উদ্দিন, কার্তিক চন্দ্র, হেলালউদ্দিন, ইমরান ফরহাদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফাতেমার নাজমুন নাহার, কিশোর কুমার সাহা প্রমূখ। বিদায় বরণ অনুষ্ঠানে বিদায়ী ও নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।