আজকের মেহেরপুর ডেক্স:
মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোহাঃ আহসান হাবীব রানা এবং মোঃ ওয়াহিদুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায়, মুজিবনগর ডিগ্রী কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার দুপুরের দিকে মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারী ডিগ্রীকলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার কামাল হাসান।
বক্তব্য রাখেন বিদায়ী প্রভাষক মোহাঃ আহসান হাবীব রানা, মোঃ ওয়াহিদুজ্জামান ,প্রভাষক মুরাদ আলি, জামাল উদ্দিন, আলিমুদ্দিন রেজাউল হক, ইমরান ফরহাদ প্রমূখ। পরে বিদায় প্রভাষক দ্বয়কে ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।