Home » মুজিবনগরে ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে আচরণবিধি এবং আইন শৃঙ্খলা মতবিনিময় সভা

মুজিবনগরে ইউপি নির্বাচন প্রার্থীদের সাথে আচরণবিধি এবং আইন শৃঙ্খলা মতবিনিময় সভা

কর্তৃক xVS2UqarHx07
161 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

১১ ই নভেম্বর মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ মনসুর আলম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আবু আনছার। আরো উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর হাশেম, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।

উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান, মহাজনপুর, দারিয়াপুর, মোনাখালী, চারটি ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থী ১৪৩ জন সাধারণ সদস্য পদপ্রার্থী এবং ৪২ জন সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীসহ উপজেলা আইন শৃংখলা বিষয়ক কমিটির সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থীগন তাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে এবং নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান রেখে বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্য ও অভিযোগের প্রক্ষিতে, মেহেরপুর জেলা প্রশাসক ডাক্তার মনসুর আলম খান তার বক্তব্যে বলেন, মুজিবনগর উপজেলা একটি ঐতিহাসিক উপজেলা এই উপজেলার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িত আছে। এই উপজেলায় চারটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল পদপ্রার্থীদের প্রতি সহযোগীতার আহ্বান জানান।

০ মন্তব্য

You may also like

মতামত দিন