Home » মুজিবনগরে কেদারগঞ্জ জিনিয়াস প্রিক্যাডেট একাডেমী স্কুলের গাড়ি দুর্ঘটনায় আহত ৪

মুজিবনগরে কেদারগঞ্জ জিনিয়াস প্রিক্যাডেট একাডেমী স্কুলের গাড়ি দুর্ঘটনায় আহত ৪

কর্তৃক xVS2UqarHx07
259 ভিউজ

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

মেহেরপুরের মুজিবনগরে স্কুলের গাড়ি দুর্ঘটনায় জায়িম হোসেন,তসিন আলি,ফারুক ও আবু সুফিয়ান নামের ৪ ওরশিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস তারানগর জয়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত জায়িম হোসেন(৮) তারানগর গ্রামের আজিজুল হকের
ছেলে, তসিন আলি (৯) আনন্দবাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে, ফারুক (৮) জয়পুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে এবং আবু সুফিয়ান শুভ (৯) বাগোয়ান গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে মঙ্গলবার সকালের দিকে মুজিবনগরের কেদারগঞ্জ জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমী একটি গাড়ি ছাত্রদের নিয়ে জয়পুর তারানগর থেকে স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে আনন্দবাস জয়পুরের মাঝামাঝি স্থানে এসে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা মারে। এতে ওই সকল ছাত্ররা আহত হয়।

আহত ছাত্ররা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন