নিজস্ব প্রতিবেদক:
২ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মুজিবনগর থানা পুলিশ। আটকরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের খানপুর এলাকা থেকে তাদের আটক করেন।
আটকরা হলেন, দারিয়াপুর গ্রামের উপা গাঁড়ার ছেলে জহুরুল ইসলাম ওরফে ছোট গ্যাড়া (২৯) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে সবুজ হোসেন (২৩)। শুক্রবার সন্ধ্যায় দারিয়াপুর খানপুর মসজিদের সামনে থেকে মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের ২ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মুজিবনগর থানার ওসি আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। ছোট গ্যাড়ার নামে মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ টি মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানান ওসি আবুল হাসেম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।