আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলায় আমঝুপি ইউনিয়নের আমঝুপি পূর্বপাড়ায় আব্দুল বাশার মোল্লা নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিকদের বিরুদ্ধে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবারের অভিযোগ, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দােকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরােধক করেন।
এতে যানবাহন চালকদের সমস্যার সৃষ্টি হয়। এসয়ম স্পিড এনার্জি ড্রিংকের একটি গাড়ি সেখানে দ্রুত পার হওয়ার চেষ্টা করলে ওই স্পিডব্রেকারে থেমে যায়। এসময় স্পিডের গাড়ির সেলস ম্যান ও গাড়িচালক সালাহ উদ্দিনের সাথে তর্কে জড়িয়ে পড়ে। অপরদিক থেকে পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিকরা ইসলাম নগরে বিদ্যুতের পোল বসিয়ে আসার সময় স্পিড কোম্পানীর লোকজনের সাথে মিলে সালাহউদ্দিনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। এসময় সালাহ উদ্দিনের পিতা আবুল বাশার ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে। এসময় আবুল বাশার গুরতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সড়কে স্পিডব্রেকার দেওয়ার কারণে স্পিড কোম্পানী ও পল্লি বিদ্যুৎ সমিতির শ্রমিকরা সালাহউদ্দীনের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় সালাহ উদ্দিনের বাবা আবুল বাশার ঠেকাতে গেলে তিনি আহত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।