Home » মেহেরপুর আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৫ দিনের সরকারি সফরে

মেহেরপুর আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৫ দিনের সরকারি সফরে

কর্তৃক xVS2UqarHx07
258 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ৫ দিনের সরকারি সফরে আজ মেহেরপুর আসছেন। ঢাকা থেকে বিমান যোগে যশোর থেকে সড়ক পথে আজ রাতে তিনি মেহেরপুর পৌঁছাবার কথা।

মেহেরপুর সফরের প্রথম দিন আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।এদিন বিকাল সাড়ে ৩ টার সময় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শুক্রবার সকাল ১০ টায় মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা ১২টার সময় মুজিবনগর উপজেলার চলমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপদ এবং গণপূর্ত বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রকল্প দর্শন করবেন। বিকেল সাড়ে ৩ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

শনিবার সকাল সাড়ে দশটায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা ১২ টার সময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বেলা সাড়ে ৩ টার সময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রবিবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, এদিন বেলা ১২টার সময় মেহেরপুর বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক প্রদান বৃক্ষরোপণ এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ এর উদ্বোধন করবেন। বিকেল ৩ টার সময় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অনুদান,কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ জনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া সাংস্কৃতিক, স্বেচছাসেবী সংগঠনসমূহের অনুকূলে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৩ টায় কোভিড-১৯ প্রাদুর্ভাব এর কারণে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করবেন। বিকাল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় গ্রাম পুলিশদের মাঝে পোশাক বিতরণের উদ্বোধন করবেন।

সোমবার সকাল ১০ টায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কম্পিউটার, আইসিটি, গবাদিপশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং যুব ঋণ প্রদানের উদ্বোধন করবেন। সকাল সাড়ে ১১ টায় মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৩০ টি সমিতির অনুকূলে সাধারণ অনুদানের চেক প্রদান এবং আইজিএ প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্য বিক্রয়ের সেলস- ডিসপ্লে সেন্টার পরিদর্শন করবেন। ওইদিন বিকাল সাড়ে ৫ টায় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করার কথা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন