ভ্রাম্যমান প্রতিনিধি ইউনুস আলী:
মেহেরপুরের বলিয়ারপুরে এক চাষির গাভীগরুতে জমজ বাচ্চা দিয়েছে।
সোমবার (১৫/১১/২১) মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের পশ্চিম পাড়ায় কিতাব আলী নামক এক চাষি অনেক বছর যাবৎ একটি গরু লালন-পালন করে আসছিলো। সেই গৃহ পালিত গাভীগরুটির দুটি বাচ্চা হয়েছে।
ঐ চাষি এক প্রশ্নের জবাবে তিনি বলেন- একটি গাভীর জমজ বাচ্চা হয় শুনেছি আজ আমার বাড়িতে গৃহপালিত গাভীগরুর জমজ বাচ্চা দিয়েছে তা নিজ চোখে এটাই প্রথম দেখলাম।
চাষি মোঃ কিতাব আলীর পরিবার জানান- গাভীটির পেটে দুটি বাচ্চা থাকার কারণে অনেক সমস্যা দেখা দিত। গাভীটিকে যথাযথ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা প্রদানের মাধ্যমে ভিটামিন, পুষ্টিকর খাবার দেওয়ায় গাভিটি অনেক সুস্থ্য আছে। এবং গাভীর বাচ্চা দুটি সুস্থ্য আছে।