Home » মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান।

মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান।

কর্তৃক xVS2UqarHx07
17 ভিউজ

আমঝুপি অফিস:

 

মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ। বুধবার বিকেলে কলেজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

 

মোবাইল কোট চলাকালীন সময়ে করোতোয়া কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি চালকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিয়মবহিভূতভাবে ট্রাকের কার্গো তৈরির অভিযোগ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪০ এর বিধান লংঘন করায় ৮৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো, অবৈধ আলগা মনে যাত্রী বহন ও কাঠ বহনসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১৪ টি মামলা করা হয়। এবং বিভিন্ন ধারায় ৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, “সড়কের শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এ ধরনের অভিযান চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় বাসিন্দারা এই অভিযানের প্রশংসা করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে সড়কে বিশৃঙ্খলা কমবে এবং দুর্ঘটনার হার হ্রাস পাবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন