Home » মেহেরপুর খোকসা ব্যবসায়ী কমিটি গঠন

মেহেরপুর খোকসা ব্যবসায়ী কমিটি গঠন

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের খোকসা ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে ।
গতকাল রাত আটটার সময় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কমিটি গঠন করা হয়। খোকসা ব্যবসায়ী কমিটির সভাপতিত্ব করেন সাবেক মেম্বার হাসিম উদ্দিন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি বাজার কমিটির সভাপতি আফছারুল হক (হিরক) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি বাজার কমিটির সেক্রেটারি শামসুজ্জামান চমন, খোকসা গ্রামের কৃতি সন্তান ও রিশান টেডার্স মালিক এবং আমঝুপি বাজার কমিটির কোষাধ্যক্ষ সম্পাদক মোস্তাফিজুর রহমান দোলন , খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মোয়াজ্জেম হোসেন ইভান , সমাজসেবক হানিফ, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সাজ্জাদ খাঁ প্রমূখ।

খোকসা ব্যবসায়ী কমিটির উপদেষ্টা কমিটি গঠন:

খোকসা গ্রামের সাবেক মেম্বার হাসিম উদ্দিন , সমাজসেবক হাফিজুর রহমান, শরীয়তউল্লাহ, কফিল উদ্দিন, সাদিকুল রহমান (ফকির), জমির উদ্দিন, কাওলাদ খাঁ, ছামিদুল ইসলাম, তারিখ, মহিবুল ইসলাম, আশরাফ আলী, আসমা উল হক বিল্টু ।

খোকসা ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটি গঠন:

সভাপতি হিসেবে রকিবুজ্জামান বাবু, সহ-সভাপতি রবেকুল থানার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ- সাধারণ সম্পাদক আনারুল শেখ, অর্থ সম্পাদক আজিজুল শেখ, সাংগঠনিক সম্পাদক হামিদুল শেখ, সহ- সাংগঠনিক সম্পাদক মিয়ারুল খাঁ, মিডিয়া সম্পাদক সাংবাদিক সেলিম রেজা , প্রচার সম্পাদক শাহিন শেখ, সহ- প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ক্রীড়া সম্পাদক জলাল খান, প্রকাশনা সম্পাদক নাজমুল শেখ, সহ- প্রকাশনা সম্পাদক রানা ডাক্তার, ধর্ম সম্পাদক খালিদ সাইফুল্লাহ আপেল (ইমাম), সহ- ধর্ম সম্পাদক মামুনুর রশিদ (ইমাম), সহ- ধর্ম সম্পাদক মোনাইম খাঁন মালিম (ইমাম), বিদেশ বিষয়ক সম্পাদক তুহিন শেখ, সাংস্কৃতিক সম্পাদক বাঁশিরুল ইসলাম ।

প্রোগ্রাম পরিচালনা করেন হাফিজুর রহমান এবং বাশিরুল ইসলাম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন