আমঝুপি অফিস:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ এক নারীকে আটক
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে।
আটককৃত নুরজাহান বেগম (৩৫) মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ গোপাল কুমার। তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আবু বক্কার সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় জাহাঙ্গীর আলমের বাড়ির সিঁড়ির নিচ থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে নুরজাহান বেগমকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।